নিজস্ব প্রতিনিধি :
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ফেনীতে ‘বাংলাদেশ অর্থনীতিতে পদ্মা সেতুর প্রভাব’ শীর্ষক জেলা পুলিশের আয়োজনে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রæ মারমা, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মাশকুর রহমান, হাইওয়ে পুলিশের ওসি আব্দুস সামাদ প্রমুখ। এছাড়া বর্নাঢ্য র্যালী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রচনা প্রতিযোগিতায় ৯ জনকে পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, চট্টগ্রাম রেঞ্জের মধ্যে ফেনী জেলা পুলিশ হবে মডেল। ফেনী জেলা পুলিশ সেবা, কর্মদক্ষতা, নতুনত্ব, আধুনিকায়নে বিশ্বাসী। আমি দায়িত্ব নেওয়ার পর নতুন নতুন সেবা চালু করেছি। শীঘ্রই আমরা একটি পুলিশ কালচারাল টিম গঠন করবো। আজ আমাদের স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন হয়েছে। পদ্মাসেতু আমাদের সক্ষমতার প্রতীক। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় এই পদ্মাসেতু। তিনি দেখিয়েছেন আমরাও পারি। বাঙ্গালী জাতি মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে।