শহর প্রতিনিধি :
ফেনীতে ড্রাগ লাইসেন্স নবায়ন না করা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩টি ভেটেনারী ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক অভিযান পরিচালনা করেন।
লিখন বনিক জানান, বেশ কিছুদিন যাবত ফেনী শহরের ভেটেনারী ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার একাডেমী রোডের ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রাগ লাইসেন্স নবায়ন না করা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে একাডেমী ফার্মা, সুফিয়া মেডিকেল হল ও একাডেমী মেডিকেল হলকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।