দৈনিক ফেনীর সময়

দাগনভূঞায় ডায়াবটিক সমিতির যাত্রা শুরু

দাগনভূঞায় ডায়াবটিক সমিতির যাত্রা শুরু

দাগনভূহা প্রতিনিধি :

দাগনভূঞায় প্রথমবারের মতো ডায়াবেটিক সমিতির উদ্বোধন হয়েছে। সোমবার বিকালে পৌর শহরের আশরাফুল উলুম মাদরাসা সংলগ্ন সুলতান মনি টাওয়ারে বিনামূল্যে চিকিৎসা সেবার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। এছাড়া পৌরসভার মেয়র ওমর ফারুক খান, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহমেদ প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এই প্রথম দাগনভূঞায় ডায়াবেটিক নির্ণয় ও চিকিৎসা সেবা কেন্দ্র চালু হয়েছে। এটি অত্যন্ত একটি ভালো উদ্যোগ। এর ফলে এখন দাগনভূঞায় ডায়াবেটিকের প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়া যাবে। এতে সাধারণ মানুষের অর্থ ও সময় সাশ্রয় হবে। দরিদ্র মানুষ উপকৃত হবে।

জানতে চাইলে দাগনভূঞা ডায়াবেটিক সমিতির পরিচালক ডা: কামাল উদ্দিন আহমেদ ও তৌহিদুর রহমান বলেন, ডায়াবেটিকসহ স্বল্পমূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত প্রদান করা হবে। উদ্বোধনী দিনে দুইশ রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র, ডায়াবেটিক বই, ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!