সদর প্রতিনিধি :
ফেনীতে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। প্রতিষ্ঠান পর্যায়ে আজ থেকে শুরু হয়ে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। উপজেলা পর্যায়ে ১৪ জানুয়ারি শুরু হয়ে ২১ জানুয়ারি শেষ হবে এ আসর। সদর উপজেলার ৮টি ভেন্যুতে অ্যাথলেটিক্স, ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস সহ বিভিন্ন ইভেন্টে ৮৮টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। এ আয়োজনে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি ফয়েজ আহম্মদ ফকির, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আলমগীর হোসেন।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেছেন, “ক্রীড়া এবং সংস্কৃতিকে পরিপূর্ণ জাতি গঠন সম্ভব নয়। সেক্ষেত্রে মাঠে যতবেশি খেলাধুলা চর্চা করবেন ততবেশি মাদকমুক্ত সমাজ গড়তে পারবেন। যতবেশি সংস্কৃতিমনা প্রতিষ্ঠান করতে পারবেন ততবেশি জঙ্গিবাদ থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগের কারনে নামগুলো অতীত হয়ে যাচ্ছে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে স্যাররা অনেক বেশি অবদান রাখার সুযোগ রয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনের পর নতুন সরকার গঠন হচ্ছে। আগামী ৫ বছর বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হবে। শিক্ষা, সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে এগিয়ে যেতে হবে।”