নিজস্ব প্রতিনিধি :
একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া ৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব।বুধবার বিকালে ফেনী সিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান। ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
অনুভূতি প্রকাশ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, মুক্তিযুদ্ধকালীন ভারতের ত্রিপুরার মুহুরী ইয়ুথ ট্রেনিং ক্যাম্পের ডেপুটি ক্যাম্প চীফ ও ফেনী জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, রহিমা বেগম। অপর সংবর্ধিত মুক্তিযোদ্ধাগণ হলেন মীর হোসেন ভূঞা, আবু তাহের, এম এ রব, এটিএম কামাল উদ্দিন, আহসান হাবিব সাজু, সৈয়দ নাছির উদ্দিন। তাদেরকে ক্রেষ্ট, উত্তরীয় ও উপহার প্রদান করা হয়।
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব এর চার্টার প্রেসিডেন্ট আবদুল আউয়াল সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রোটারী এরিয়া এডভাইজার জালাল উদ্দিন বাবলু, এরিয়া ডিরেক্টর আবু জুবায়ের ভূঞা মুন্না, রোটারী ক্লাব অব ফেনী অপরূপার চার্টার প্রেসিডেন্ট এম. মামুনুর রশিদ, এসিস্ট্যান্ট গভর্নর এডভোকেট রাশেদ মাযহার, অপূর্ব এর পাস্ট প্রেসিডেন্ট সাইদুল মিল্লাত মুক্তা, প্রেসিডেন্ট ইলেক্ট জহিরুল আলম, রোটার্যাক্ট ক্লাবের ডিআরআর ইলেক্ট শরীফুল ইসলাম অপু প্রমুখ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ক গ্রæপে বিজয়ী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৯ম শ্রেণির মমতা আক্তার তানিয়া, ৯ম শ্রেণির আফরা হোসেন, ১০ম শ্রেণির ইসরাত জাহান তানিয়া, খ গ্রæপে বিজয়ী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৭ম শ্রেণির নুসরাত নুরিকা চাহাত, ৬ষ্ঠ শ্রেণির নাহিয়াত করিম রাহা ও ৬ষ্ঠ শ্রেণির তাবাসসুম তানজিমকে পুরস্কৃত করা হয়।