দৈনিক ফেনীর সময়

ফেনীর নতুন জেলা ও দায়রা জজের যোগদান

ফেনীর নতুন জেলা ও দায়রা জজের যোগদান

নিজস্ব প্রতিনিধি :

ফেনীর নতুন জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেছেন আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান। রবিবার জেলা ও দায়রা জজ আদালতে এলে বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্য্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ওসমান হায়দার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ উপস্থিত ছিলেন। তিনি বার ও বেঞ্চের সমন্বয়ে সকলকে বিচারপ্রার্থী জনগণের সুবিচার নিশ্চিতকল্পে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নতুন জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান ইতিপূর্বে তিনি বিশেষ জজ (জেলা ও দায়রা জজ), বিশেষ জজ আদালত-২, ঢাকার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএল.বি (সম্মান) ও এল.এল.এম. কৃতিত্বের সাথে সম্পন্ন করে ১৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হন। সহকারী জজ হিসেবে ১৯৯৯ সালে চাকুরীতে যোগদান করে কৃতিত্ব ও দক্ষতার সাথে স্বীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!