দৈনিক ফেনীর সময়

ছাগলনাইয়ায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালা

ছাগলনাইয়ায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :

ছাগলনাইয়ায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এর আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগগুলো প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নে এই কর্মশালা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাসের সভাপতিত্বে ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনয় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হোমায়রা ইসলাম।

কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগ আমাদের দেশকে বদলে দিয়েছে। এসব উদ্যোগ যতবেশী সফল হবে দেশ ততবেশী এগিয়ে যাবে। ২০৪১সনে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌছবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!