নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলায় নতুন করে আরও ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ ঘোষণা দেন।
জানা গেছে, ফেনী জেলায় এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন, মধুপুর উচ্চ বিদ্যালয়, পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মধুয়াই উচ্চ বিদ্যালয়, হকদী উচ্চ বিদ্যালয়, দাগনভূঞার চন্দ্রদীপ উচ্চ বিদ্যালয়, উত্তর সিন্দুরপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, জামেয়া হযরত আবু বকর ছিদ্দিস (রা.) দাখিল মাদরাসা, সোনাগাজীর চর ভৈরব হাজী তোফাজ্জল আহমেদ হাই স্কুল, তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়, কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়, দৌলতকান্দি ইসলামিয়া দাখিল মাদরাসা, ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া হাই স্কুল, মৌলভী সামছুল করিম দাখিল মাদরাসা।
এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার। এর আগে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য প্রাথমিক তালিকা করে এমপিও যাচাই-বাছাই কমিটি। এ তালিকা শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। মন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রী অনুমোদন শেষে এটি চূড়ান্ত হয়।