শহর প্রতিনিধি :
যথাযথ মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে শোক দিবস পালন করেছে ফেনী ইউনিভার্সিটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্ট নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি। সকালে ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারিরা জড়ো হয়ে কালো ব্যাজ ধারন করেন।
এরপর ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক তায়বুল হক ও রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর সকলে ট্রাংক রোডের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। সেখান থেকে ফিরে ক্যাম্পাসের হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক তায়বুল হক, ব্যাবসা প্রশাসন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মো. আবুল কাশেম, রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান এবং প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের। এছাড়াও শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনা করেন। সভা শেষে মহান আল্লাহর দরবারে জাতির পিতার জন্য দোয়া মাহফিল আয়োজিত হয়।