নোয়াখালী প্রতিনিধি:
ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ৯জন রোহিঙ্গাকে আটক করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের স্থানীয়রা।
সোমবার (৪ জুলাই) রাত ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৩ নং ক্লাস্টারের মো. মনির আহমদের ছেলে জাহেদুল্লাহ (২১), ৭০ নং ক্লাস্টারের লোকমান হাকিমের ছেলে নুরুল হাকিম (২৪), ২৮ নং ক্লাস্টারের মো. খলিলের ছেলে ওমর ফারুক (১৪), ৫৪ নং ক্লাস্টারের নুর কবিরের মেয়ে মাজেদা বেগম (১৫), ৭ নং ক্লাস্টারের মনিরুল হকের স্ত্রী মমতাজ বেগম (২০), তার মেয়ে মনিকা বেগম (৮ মাস), ১৪-বি ক্লাস্টারের আমির হামজার স্ত্রী হোসনে আরা (২০), তার ছেলে নুর ছাদেক (৫) ও আনোয়ার ছাদেক (২)।
স্থানীয় ইউপি সদস্য সৌরভ হোসেন জানান, রাত ৯টার দিকে চরএলাহী ঘাট থেকে এসে তারা পেশকারহাট রাস্তার মাথা হয়ে বসুরহাটের দিকে যাওয়ার চেষ্টা করে। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং যেতে পালিয়ে এসেছেন বলে স্বীকার করে। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, আটককৃত রোহিঙ্গাদের মঙ্গলবার সকালে পুনরায় ভাসানচর আশ্রয়ণে পাঠানো হয়েছে।