দৈনিক ফেনীর সময়

মুহুরী প্রজেক্টে আ’লীগ নেতার ড্রেজার মেশিন ও ট্রলার জব্দ

মুহুরী প্রজেক্টে আ’লীগ নেতার ড্রেজার মেশিন ও ট্রলার জব্দ

নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজীতে অবৈধভাবে বড় ফেনী নদী থেকে বালু উত্তোলন করায় মজিবুল হক রিপন নামের আওয়ামীলীগ নেতার দুটি ড্রেজার মেশিন ও দুটি ট্রলার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রিপন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। মঙ্গলবার দুপুরে উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় বড় ফেনী নদীতে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মনজুরুল হক ও সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী।

এস এম মনজুরুল হক বলেন, একটি সংঘবদ্ধ চক্র বড় ফেনী নদীতে ভ্রাম্যমান ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। মঙ্গলবার দুপুরে বড় ফেনী নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে বালু দস্যুরা ড্রেজার মেশিন ও ট্রলার রেখে পালিয়ে যায়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে নদী থেকে দুটি ড্রেজার মেশিন ও দুট্রি বালু বহনকারী ট্রলার জব্দ করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে ট্রলার ও ড্রেজার মালিককে খবর দেওয়া হয়েছে। জব্দ করা মেশিন ও ট্রলার মুহুরী প্রকল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।

তিনি বলেন, একইসময়ে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কলমির চর এলাকায় অবৈধভাবে চর দখল করে পুকুর খনন ও মাছ চাষকারীদের বিরুদ্ধে অভিযান চালান। এসময় মাছ চাষীরা আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি জায়গা খালি করে পুকুরে সেচ দিয়ে মাছগুলো অন্যত্র নিয়ে যাওয়ার অঙ্গিকার করায় প্রাথমিকভাবে তাদের সর্তক করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানায়, নদী থেকে জব্দ করা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও ট্রলারগুলো ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজিবুল হক রিপনের। তবে এ বিষয়ে কথা বলতে মজিবুল হক রিপনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!