দৈনিক ফেনীর সময়

ফেনীতে প্রথমদিনে টিকা পেলো সাড়ে ৫ হাজার শিশু

ফেনীতে প্রথমদিনে টিকা পেলো সাড়ে ৫ হাজার শিশু

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচীর প্রথম দিনে টিকা পেয়েছে ৫ হাজার ৪শ ৪৬জন শিশু। মঙ্গলবার ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ও পুলিশ সুপার জাকির হাসান। এসময় সিভিল সার্জন ডা: রফিক-উস ছালেহীন, বিএমএ ফেনী জেলা সাধারণ সম্পাদক ডা: বিমল চন্দ্র দাস, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা: কৃষ্ণপদ সাহা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: আসিফ উদ্দৌলা, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো: শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় ৫-১১ বছর বয়সী ২ লাখ শিশুকে করোনার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৩ কর্ম দিবসে এ ক্যাম্পেইন সম্পন্ন করার কথা রয়েছে। ফাইজারের এ টিকার নাম দেয়া হয়েছে ‘কোমিরনাটি’। প্রতিটি শিশুকে ০.২ মিলি করে ভ্যাকসিন দেয়া হবে। ৫৬ দিন পর ২য় ডোজ দেয়া হবে। শিশুদের এ টিকা দেওয়ার বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে। ৫ থেকে ১১ বছর বয়সীদের শুধুমাত্র ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদ দিয়ে এ টিকার রেজিস্ট্রেশন করতে হবে।

সোনাগাজী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার জানায়, মঙ্গলবার দুপুরে তাদের স্কুলে করোনার টিকা দিতে স্বাস্থ্যকর্মীরা আসেন। তাদের দেখে সবাই ভয় পেলেও শিক্ষকরা সাহস দেয়ায় তারা করোনার টিকা নিয়েছে। তাদের বিদ্যালয়ের প্রায় আড়াইশ শিক্ষার্থী টিকা নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!