সময় ডেস্ক :
আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২, বাংলাদেশ এর সদ্য চাটার্ড প্রাপ্ত ক্লাব হিসেবে রোটারী ক্লাব অব আধুনিক ফেনী অগ্রযাত্রা শুরু করেছে। ২০ অক্টোবর রোটারী ইন্টারন্যাশনাল রোটারী ক্লাব অব আধুনিক ফেনীকে রোটারী পরিবারের গর্বিত ক্লাব হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। গত শুক্রবার ফেনীর বেস্ট ইন চাইনীজ রেষ্টুরেন্টে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর পদ্মা জোনের ডিজিএম এ এইচ এম ফয়সাল আহমেদের সংবর্ধণা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্লাবের সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর বর্তমান জেলা গভর্নর রোহেলা খাঁন চৌধুরী, ডিজি ইলেক্ট ইন্জি.মতিউর রহমান এম.পি.এইচ.এফ.বি, ডিজি নমিনী এম.পি.এইচ.এফ, প্রাক্তন ডিজি দিল নাসিন মহসেন এম.পি.এইচ.এফ, প্রাক্তন ডিজি ড. বেলাল উদ্দিন আহম্মেদ পি.এইচ.এফ, এমসি, এমডি, ক্লাব এডভাইজর পিপি জালাল উদ্দিন বাবলু এম.পি.এইচ.এফ, ক্লাব অর্গানাইজার সিপি. কাজী শরীফুল ইসলাম রাশেদ, এরিয়া ডিরেক্টর আবু জুবায়ের ভুইঁয়া মুন্না, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব প্রেসিডেন্ট ও ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সহ ফেনীর বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাাধারণ সম্পাদক, রোটারী জেলার ফেনীর বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লা হতে আগত বিভিন্ন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে রোটারী ক্লাব আধুনিক ফেনী চাটার্ড সাটিফিকেট হস্তান্তর করা হয়। চাটার্ড সাটিফিকেট গ্রহন করেন রোটারী ক্লাব অব আধুনিক ফেনীর চাটার্ড প্রেসিডেন্ট মো: আমিনুল ইসলাম ভূইয়া রাসেল সহ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো: সাহাব উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট তোফায়েল ইসলাম মিলন, সেক্রেটারী ও প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ আবু নাছির, জয়েন্ট সেক্রেটারী মো: জাকির হোসেন, ক্লাব ট্রেজারার মো: আব্দুস সালাম ফরায়জী, ক্লাব ফাউন্ডেশন চেয়ার মো: শাহরিয়ার হোসেন মজুমদার আরিফ এম.পি.এইচ.এফ, ক্লাব মেম্বারশীপ চেয়ার এসএম ইউসুফ আলী, ক্লাব ট্রেইনার পিপি জালাল উদ্দিন বাবলু এম.পি.এইচ.এফ,বি.এম.সি, ক্লাব কমিউনিটি সার্ভিস ডিরেক্টর এম এস এপলু ভূঁইয়া, ক্লাব সার্ভিস ডিরেক্টর গোলাম সরোয়ার নয়ন, ইন্টারন্যাশনাল ডিরেক্টর শওকত আলম সৈকত, ইয়ুথ সার্ভিস ডিরেক্টর মো: আমিরুল ইসলাম পাটোয়ারী, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর মো: সাহাদাত হেসেন, এডিটর নুর তানজিলা রহমান, সার্জেন্ট এট আর্মস নজরুল ইসলাম সোহাগ, সহ-সার্জেন্ট এট আর্মস-তানভীর হাজারী, সদস্য খুরশীদ আলম, মো: ইমাম হোসেন, হোসেন মো: ইব্রাহীম, পাভেল মজুমদার, আবুল হাসিম মজুমদার, আশরাফুজ্জামান লিমন।