সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার লস্করহাট সড়কের স্বপ্নের সেতু এলাকায় সোমবার সন্ধ্যায় সিএনজিচালিত একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী আবুল বাশার (৪৮) নিহত হন। আহত হয়েছেন অটোরিকশাচালকসহ তিনজন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোটবী ইউনিয়ন পরিষদ সদস্য সেলিম ফারুক বলেন, মোটবী ইউনিয়নের দক্ষিণ ল²ীপুর গ্রামের বাসিন্দা আবুল বাশার পেশায় টমটমচালক। গতকাল বিকেলে ফেনী শহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় লস্করহাট বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পথে অটোরিকশাটির চালক নিয়ন্ত্রণ হারান। অটোরিকশাটি সড়কের পাশে জমিতে উল্টে পড়ে। আবুল বাশার অটোরিকশার নিচে চাপা পড়ে আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। অটোরিকশাচালকসহ অপর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
মোটবী ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ জানান, আবুল বাশারের লাশ দাফন করা হয়েছে।