দৈনিক ফেনীর সময়

লালপোলে মহাসড়কের পাশে নারীর লাশ উদ্ধার

লালপোলে মহাসড়কের পাশে নারীর লাশ উদ্ধার

সদর প্রতিনিধি :

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে একজন অজ্ঞাতনামা নারীর (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত তিনটার দিকে ওই নারীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ উদ্ধার করে ভোর ৫টার দিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে লালপোলের অদূরে ছিলোনীয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে একজন অজ্ঞাতনামা নারী মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন- এমন খবর পেয়ে ওই স্থানে ছুটে যায় তারা। সেখান থেকে ওই অচেতন নারীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে বা কীভাবে আহত হয়েছেন, তার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

মহিপাল হাইওয়ে পুলিশের এসআই বিজয় প্রসাদ রায় জানান, ওই নারীর নাম-ঠিকানা জানা যায়নি। তার আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছর হবে। গায়ের রং ফরসা, পরনে ঘিয়ে ও হলুদ রঙের সালোয়ার-কামিজ রয়েছে। তার শরীরের নানা স্থানে জখম দেখে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে বা কীভাবে আহত হয়েছেন, তার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো: কামাল হোসেন জানান, ওই নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে ওই নারীর আঙুলের ছাপ নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!