শহর প্রতিনিধি :
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি এ ব্যাপারে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। তিনি বলেন, সবধরনের অনুষ্ঠানে জেলা প্রশাসন বা পৌরসভার অনুমতি নেয়া প্রয়োজন। অনেকসময় গভীর রাতে আতশবাজির শব্দে মানুষের ঘুম ভেঙ্গে যায়। এমনকি মাইকের শব্দেও কান ঝালাপালা অবস্থা। এসবের ক্ষেত্রে নির্ধারিত সময় বেঁধে দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান প্রধান অতিথি ও পুলিশ সুপার জাকির হাসান বিশেষ অতিথি ছিলেন।
পৌর মেয়রের মতে, গভীর রাতে নয়, ১০টার মধ্যেই এসব অনুষ্ঠান শেষ করা উচিত। এছাড়া পরিবহনের হর্ণ ব্যবহার সহ অন্যান্য শব্দদূষণ প্রতিরোধেও আইনের যথাযথ প্রয়োগ করা উচিত। তিনি শব্দদূষণ রোধে জেলা প্রশাসনকে পৌরসভার পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।