অনলাইন ডেস্কঃ
শিশুদের সুরক্ষায় ৫-১১ বছর বয়সীদের টিকা দেওয়ার কার্যক্রম বাড়াতে কোভ্যাক্সের আওতায় এই টিকা অনুদান দেওয়া হচ্ছে।
দেশের শিশুদের জন্য দ্বিতীয় দফায় আরও ১৫ লাখ ডোজ ফাইজারের কোভিড-১৯ টিকা অনুদান দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫-১১ বছর বয়সী শিশুদের সুরক্ষায় টিকা দেওয়ার কার্যক্রম বাড়ানোর অংশ হিসাবে কোভ্যাক্সের আওতায় এই টিকা অনুদান দেওয়া হচ্ছে।
এর আগে ৩০ জুলাই যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ফাইজার উৎপাদিত শিশুদের কোভিড টিকার ১৫ লাখ ডোজের চালান বাংলাদেশে আসে।
নতুন সহায়তা মিলিয়ে বাংলাদেশের জনগণের জন্য এ পর্যন্ত ৭ কোটি ৫০ লাখের বেশি কোভিড টিকা উপহার দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায় থেকে পাওয়া কোভিড-১৯ টিকা অনুদানের দুই-তৃতীয়াংশেরও বেশি এসেছে যুক্তরাষ্ট্র ও আমেরিকার জনগণের পক্ষ থেকে।
জাতীয় কোভিড-১৯ টিকা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কাজ করছে জানিয়ে বলা হয়, এর মধ্যে ৫১ হাজারের বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারী ও অন্যান্য কর্মীকে নিরাপদ টিকা প্রদানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এছাড়া ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও টিকা বহনকরার ৮ হাজার বাক্স অনুদান দেয়ার কথাও জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ বিষয়ে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র এই পর্যন্ত বাংলাদেশকে ১৪ কোটি ডলারেরও বেশি অনুদান দিয়েছে।