দৈনিক ফেনীর সময়

এক ম্যাচ খেলেই এশিয়া কাপের দলে

এক ম্যাচ খেলেই এশিয়া কাপের দলে

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পান ওপেনার পারভেজ হোসেন ইমন। ওই সিরিজে মাত্র একটি ম্যাচ খেলেন তিনি। এক ম্যাচ খেলা ইমন সুযোগ পেলেন বাংলাদেশের এশিয়া কাপের ১৭ সদস্যের দলে।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে মাত্র ২ রান করেন ইমন। সামনেই এশিয়া কাপ বিধায় তাকে নিয়ে আর পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পায়নি বিসিবি। ইমনের মতো সাব্বির রহমানকেও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দলে অন্তর্ভুক্ত করেছে বোর্ড। এক সময় দেশের অন্যতম হার্টহিটার ব্যাটার হিসেবে পরিচিতি পেয়েছিলেন সাব্বির। যদিও দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে এ তারকা।

সাব্বির সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। ওই ম্যাচে মাত্র ১ রান করেন এ তারকা। ২০১৪ সালে টি-টোয়েন্টি দলে অভিষেকের পর এ পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৩ ইনিংসে রান করেছেন ৯৪৬। যার গড় ২৪.৮৯ ও স্ট্রাইকরেট ১২০.৮১। এ ফরম্যাটে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৮০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!