নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, “বাংলাদেশে সম্প্রীতি রক্ষা করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের মূলভিত্তি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য দেশ ও দেশের সম্প্রীতি রক্ষার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এটি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সবার অঙ্গিকার। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি, বিভিন্ন গোষ্ঠীর সম্প্রীতি বজায় থাকলে দেশ এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।”
শনিবার বিকালে ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’ এ প্রতিপাদ্য নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠন আবৃত্তি একাডেমীর সভাপতি সৈয়দ আশ্রাফুল হক আরমানের সভাপতিত্বে এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ও পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান নির্বাহী সমরজিৎ দাস টুটুল।
এছাড়া জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসান, ফেনী শিশু নিকেতনের প্রধান শিক্ষক শফিউল আলম, কবি মনজুর তাজিম, মুহাম্মদ ইকবাল চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক হুমায়ুন মজুমদার, সাংবাদিক শাবিহ মাহমুদ, এম এফ রহমান মিলন প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন। স্বরচিত কবিতা পাঠ করেন কবি উত্তম দেবনাথ। অনুষ্ঠানে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের এডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীন, অনুরণণ আবৃত্তি চর্চ কেন্দ্রের কাজী নুসরাত জেরিন, কিশোর আবৃত্তি চর্চা কেন্দ্রের মনিকা রায়, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের অহনা ভৌমিক সহ আবৃত্তি কেন্দ্রের সদস্যরা আবৃত্তি করেন।