দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজারে ঐতিহ্যবাহী সানরাইজ ইনস্টিটিউটে ২০২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি শিশু শিক্ষার্থীদের ফুলের চারা উপহার দিয়ে বক্তারা বলেন, শিশুরা ফুলের মতো। তাদের ফুলের মত বিকশিত হতে হবে। এজন্য প্রয়োজন সঠিক পরিচর্যা। এ দায়িত্ব শিক্ষক-অভিভাবক সবার। যেন এ শিশুরা একসময়ে বিকশিত হয়ে পুরো এলাকায় সুবাস ছড়াবে। তারা মানুষের মত মানুষ হবে। এ শিশুরাই একদিন আলোকিত মানুষ হয়ে দেশকে এগিয়ে নেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও ফেনী সিটি গার্লস হাই স্কুলের অধ্যক্ষ এম. মামুনুর রশিদ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবিদ উল্যাহ মজুমদার। এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক কাজী ইফতেখার, অভিভাবক মাষ্টার রুহুল আমিন।
নবীনবরণের আয়োজনে গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, ক্লাস শুরু হয়েছে আগেই। বৃহস্পতিবার উৎসব করে নবীনবরণে সবাইকে গাছের চারা উপহার দেয়া হয়।