নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজীতে গরু চুরির মামলায় আরিফুর রহমান সোহাগ নামে এক যুবলীগ নেতা সহ ৮ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি থেকে ৪টি চোরাই গরু উদ্ধার করা হয়। শুক্রবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও, সদরঘাট, কুমিরা, ফেনী সদর উপজেলার কালিদহ ও সোনাগাজী উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। পুলিশ গরু চুরি ঠেকাতে বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সমন্বয়ে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করেছে। শুক্রবার রাতে পুলিশের ৮টি দল উপজেলার বিভিন্ন এলাকায় গরু চোর গ্রেফতার ও চোরাই হওয়া গরু উদ্ধারে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে ফেনী সদর উপজেলার কালিদহ এলাকা থেকে গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাই সারওয়ার জাহান ও জিয়াউদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চান্দগাঁও, সদরঘাট ও কুমিরা এলাকা থেকে আরও আবুল কাশেম, মো: আরিফ, শহীদুল ইসলাম, রাসেল ও ইমাম হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম থেকে গ্রেফতার ৫ জনের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সাতবাড়িয়া এলাকা থেকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে ৪টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। গরু চুরি ও উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেফতার ৮ জনসহ নয়জনকে আসামি করে থানায় পৃথক দুটি মামলা করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও সোনাগাজীসহ বিভিন্ন থানায় গরু চুরির অভিযোগে ৪-৫টি করে মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো: খালেদ হোসেন জানান, পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা যুবলীগ নেতা আরিফুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকটি গরু চুরি করেছে। এছাড়া তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গতকাল শনিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।