মোহাম্মদ শেখ কামাল :
ছাগলনাইয়া উপজেলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ঘন্টার মধ্যে প্রায় ১৬ঘন্টা বিদ্যুৎ বিহীন দুর্বিসহ জীবন যাপন করছে মানুষ। বাসা বাড়ি ও মসজিদে পানির জন্য হাহাকার চলছে। এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা লেখাপড়া করতে পারছেনা। রাতে না ঘুমিয়ে বাসার ছাদ, রাস্তাঘাট ও খোলা মাঠে গিয়ে মানুষ আশ্রয় নেয়। বিপনী বিতান গুলোতে কমে গেছে বেচা-কেনা।
ভয়াবহ লোডশেডিং প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গত ১৬ এপ্রিল রবিবার রাতে মিছিল নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি অজ্ঞাতনামা ৪শ লোকের নামে ছাগলনাইয়া থানায় মামলা করে। পুলিশ এক যুবদল নেতাসহ ২জনকে এই মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। জনতার এই আন্দোলন সংগ্রামের পরও বিদ্যুতের কোন প্রকার উন্নতি হয়নি। দিনদিন পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে।
ছাগলনাইয়া পৌর শহরের কলেজ রোডের বাসিন্দা আবু তৈয়ব টিপু বলেন, প্রতিদিন ১৪-১৫ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ না থাকায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা লেখাপড়া করতে পারছেনা। বাসা, বাড়ি ও মসজিদসহ সর্বত্র পানির সংকট। গরম ও লোডশেডিংয়ের কারনে জনজীবন অতিষ্ট হয়ে পরেছে।
মহামায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান মিনু বলেন, ২৪ঘন্টার মধ্যে আমরা মাত্র ৬ঘন্টা বিদ্যুৎ পাই। বাকী ১৮ঘন্টা লোডশেডিংয়ের মধ্যে কষ্ট করতে হয়।
ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জানে আলম জানান, বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং হচ্ছে। আমাদের চাহিদা ১৮-২০ মেগাওয়াট। সরবরাহ ৬-৮ মেগাওয়াট।