নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের ১৪নং ওয়ার্ড পূর্ব বিজয়সিংহ এলাকায় সওদাগর পাড়া সমাজের উদ্যোগে বিসিএস প্রশাসন ও শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ দুই কৃতি সন্তান মেহেদী হাসান হৃদয় ও মো: শাহআলমকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে বাইতুস সোবহান জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। মেহেদী-সাঈদী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম দিদার, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন খান।
স্থানীয় বাসিন্দা ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বায়তুস সোবহান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মসজিদ কমিটির সভাপতি মো: আলাউদ্দিন, হৃদয়ের বাবা গোলাম নবী, দিদারুল আলম হৃদয়, আকিবুল আলম, রেদোয়ান শাকিল, জাকির হোসেন বিপুল প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, “স্বাধীনতার পর এ অঞ্চলে দুইজন বিসিএস ক্যাডার হয়েছে। এটা আমাদের জন্য বিশাল পাওয়া। দুইজন ব্যক্তি সবার মুখ উজ্জ্বল করেছেন। কয়েকজন যুবকের উদ্যোগে তাদের সংবর্ধণা দেয়ায় আমাকে অভিভূত করেছে। তরুণ সমাজ চাইলে সুন্দর সমাজ উপহার দিতে পারে। কখনো সুযোগ পেলে নিজ নিজ অবস্থান থেকে পৌরসভাকে সহযোগিতা করবেন।”
দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছেন, “গ্রামগুলো অনেক উন্নত হচ্ছে, বড় বড় দালান-স্থাপনা হচ্ছে, রাস্তা-ঘাট সহ সরকারি অনেক উন্নয়ন হচ্ছে। কিন্তু অভিভাবক শূন্য হয়ে যাচ্ছে। পূর্ব বিজয়সিংহ এলাকা ব্যতিক্রম পরিবেশ। এখানে অভিভাবক আছে বলেই একজন প্রশাসনে ও একজন শিক্ষায় বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে স্বপ্ন পূরণ করতে পেরেছে। ধারাবাহিকতা বজায় রেখে তারা ভবিষ্যতে ফেনীবাসীর মুখ উজ্জ্বল করবে।”
তিনি আরো বলেন, গ্রামের একজন কৃষক, অশিক্ষিত বা স্বশিক্ষিত মানুষ অন্যের ক্ষতি করা, দূর্নীতি করার সুযোগ নেই। সামান্য কিছু নড়চড় করতে পারে। শিক্ষিত মানুষ কলমের খোঁচায় অনেক কিছু করার সুযোগ রয়েছে। ধর্মীয় অনুশাসনের প্রতি বিশ্বাস, মা-বাবার প্রতি শ্রদ্ধা, শিক্ষকদের প্রতি আন্তরিকতা, মানুষের প্রতি ভালোবাসা থাকলে মেধাকে ভালোভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে।”