নিজস্ব প্রতিনিধি :
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, নির্বাচন সামনে, নির্বাচনে আসুন। জনগণের কাছে আপনাদের কথাগুলো বলেন। সরকারকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এসব বলে আর লাভ হবেনা। বাংলাদেশের মাটিতে আর কোন তত্ত¡াবধায়ক ব্যবস্থা হবেনা। সাধারণ নিয়মে শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীর সরকার গঠিত হবে। যারা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছেন তারা দেশকে ধ্বংস করতে পারবেনা। দেশের মানুষ জেগে উঠে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিবে।
শুক্রবার বিকেলে ছাগলনাইয়ার মির্জার বাজারে ২ েেকাটি ৯০ লাখ টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট মার্কেটের উদ্বোধন শেষে স্থানীয় এলাকাবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ছাগলনাইয়া পৌরসভার কাউন্সিলর জাহানারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জু, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাষ্টার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রউফ ভূইয়া, ছাগলনাইয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুর আলম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।