নিজস্ব প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর এলাকায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের নির্মমতার শিকার হয়ে আহত সজিব মারা গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, সম্প্রতি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নুরুল্লাহপুর ও পাশ্ববর্তী ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর এলাকায় দুটি দল নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। ঈদুল আযহার আগের দিন রতনপুর এলাকায় ইলেক্ট্রিকের কাজ করতে গেলে পূর্ব বিরোধের জেরে সজিব ও তৌহিদের উপর হামলা চালাায় ইউসুফের ছেলে রিফাত, রফিকের ছেলে শামীম ও মোস্তফার ছেলে আফসার সহ কয়েকজন যুবক। একপর্যায়ে ছুরিকাঘাত করলে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন হামলাকারিরা তাদের ফেলে চলে যায়। তারা পাশ্ববর্তী ফেনী সদর উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ঈদের দিন রাতে সজিবের বাবা বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। আহত সজীবকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রেরণ করে। প্রায় ১৫ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর গতকাল সজীব মারা যায়। অপর আহত তৌহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। নিহত সজিব নুরুল্লাহপুর এলাকার আবদুর রব মেম্বার বাড়ির সোলেমানের ছেলে।
এর আগে হামলার ঘটনায় গ্রেফতার হওয়া রিফাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হামলায় ব্যবহৃত চোরা রিফাতের দেয়া তথ্যানুযায়ী বিরলী গ্রামের সাবেক ইউপি মেম্বার খায়েজ আহম্মদের বাড়ির পাশের কালভার্টের নিচ থেকে উদ্ধার করা হয়।