নিজস্ব প্রতিনিধি :
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার বলেছেন, “ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে ফেনীর সময় সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য তাদেরকে ধন্যবাদ। এ ধরনের আয়োজন আরো বেশি করা প্রয়োজন। শুধুমাত্র প্রতিযোগিতায় বিজয়ী হওয়া নয়, অংশগ্রহণ করাও বড় বিষয়। এতে করে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে।”
মঙ্গলবার দৈনিক ফেনীর সময় এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার বাছাই পর্বে বিজয়ীদের ইয়েস কার্ড প্রদান পর্বে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রফেসর কামরুন নাহার আরো বলেন, “ধর্মীয় শিক্ষা নৈতিক মূল্যবোধ জাগ্রত করে। সমাজের বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা পেলে একজন ব্যক্তি পরিপূর্ণতা পাবে। এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও ভূমিকা রাখতে হবে।”