নিজস্ব প্রতিনিধি :
ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুুরে বুধবার সকালে খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ মায়ের করুণ মৃত্যু হয়েছে। অন্তত দুই ঘন্টা পর প্রতিবেশীরা টের পেয়ে তিন জনকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর প্রবাসী আমির হোসেন টিপুর স্ত্রী জাহানারা আক্তার সুমি (৩৮) সকাল ৯টার দিকে গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। এসময় তার দুই সন্তান সাঈদ (৭) ও সিয়াম (৪) তার পাশে খেলছিল। গাদা থেকে (চিন) খড় টেনে নেয়ার সময় হঠাৎ খড়ের গাদাটা ভেঙে পড়ে যায়। মুহুর্তে দুই সন্তানসহ সুমি গাদায় চাপা পড়ে। অনেকক্ষণ পর আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত ডাক্তার মিথিলা কাননগো জানান, হাসপাতালে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, খড়ের গাদায় চাপা পড়ে তিনজনের মৃত্যু খবর শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।