দৈনিক ফেনীর সময়

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে কারিগরী সপ্তাহের সমাপনী

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে কারিগরী সপ্তাহের সমাপনী

নিজস্ব প্রতিনিধি :

ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেছেন, “পুঁথিগত বিদ্যা জীবন পরিবর্তনের জন্য কাজে আসেনা। কারিগরী শিক্ষা গ্রহণ করে জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী সেটি উপলব্দি করে প্রতিটি উপজেলায় কারিগরী প্রতিষ্ঠান স্থাপন করছেন। দক্ষ জনগোষ্ঠী রূপান্তরের জন্য গোটা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিচ্ছেন। বাংলাদেশ কেন সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, চীন, রাশিয়া ও ইউরোপ হবেনা সেই স্বপ্ন দেখতে শুরু করেছেন। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণরা নিজেদের স্মার্ট হওয়ার স্বপ্ন দেখছেন। এজন্য উদ্ভাবনী চিন্তা বের করে আনতে হবে।”

‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার বিকালে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে সুপেয় পানির ব্যবস্থা, কলেজ সম্মুখে আধুনিক মানের যাত্রী ছাউনি নির্মাণ, সাংস্কৃতিক ক্লাবের যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম সামগ্রী ও খেলার মাঠ ভরাটের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

টিসিটি বিভাগের বিভাগীয় প্রধান মুকিত মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম শিফটের একাডেমিক ইনচার্জ ও নন টেক এর চীফ ইন্সট্রাক্টর দেবব্রত কুমার নাথ। আরো বক্তব্য রাখেন দ্বিতীয় শিফটের একাডেমিক ইনচার্জ ও সিএসটি-ডিটিএনটি বিভাগের চীফ ইন্সট্রাক্টর আবদুল্লাহ আল মামুন, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা জয়নব, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি দুলাল হোসেন, ইন্সট্রাক্টর রকিবুল হাসান, ভারপ্রাপ্ত রেজিস্টার জাফর ইকবাল, ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি শেখ আবিদ উল্যা, সাধারণ সম্পাদক জাহিদুল হক।

অনুষ্ঠানে স্কিল কম্পিটিশন ও কারিগরী মেলায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। এর আগে শিক্ষার্থী সায়েমা শাহরিনের সঞ্চালনায় সাংস্কৃতিক ক্লাবের সদস্যদের পরিবেশনায় মনোমুগ্ধকর নাচ, দেশীয় গান, পল্লীগীতি, রবীন্দ্র সংগীত, নাটিকা উপভোগ করেন অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!