দৈনিক ফেনীর সময়

ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ডে মফিজের শূন্যপদে প্রার্থী কে

ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ডে মফিজের শূন্যপদে প্রার্থী কে

নিজস্ব প্রতিনিধি :

ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনে প্রার্থী কে হচ্ছেন এনিয়ে চলছে আলোচনা। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থীতা পেতে অনেকে চেষ্টা-তদবীর ও লবিং করছেন। তবে বিগত পৌর নির্বাচনে মেয়র সহ একাধিক কাউন্সিলর পদে বিএনপি প্রার্থী দিলেও উপ-নির্বাচনে কোন প্রার্থী দেয়ার চিন্তা করছেনা দলটি।

সংশ্লিষ্ট সূত্রমতে, গত বছরের ২০ নভেম্বর ৮নং ওয়ার্ড কাউন্সিলর মফিজ উল্যাহ কোম্পানী মারা যাওয়ায় তার শূন্যপদে আগামী ১৬ মার্চ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রæয়ারি, ২০ ফেব্রæয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রæয়ারি প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য রয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে তফসিল ঘোষণার পর আওয়ামীলীগের মনোনয়ন কারা পাচ্ছেন দলটির নেতাকর্মীরা এনিয়ে নানা হিসাব কষছেন। কেউ নিজেকে প্রার্থীতা প্রকাশ না করলেও ঘুরেফিরে সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি তৌহিদ রেজানুর মাসুদ, সাংগঠনিক সম্পাদক সাইফউদ্দিন রুপম, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফার নাম শোনা যাচ্ছে। দেশের বাইরে থাকলেও তারা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

এ ব্যাপারে ফেনী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ফেনীর সময় কে জানান, সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনা অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে।

অপরদিকে দলগতভাবে নির্বাচনে অংশ না নিলেও বিএনপি দলীয় তিনবারের কমিশনার কামাল উদ্দিন মাহমুদও প্রার্থী হতে পারেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!