দৈনিক ফেনীর সময়

ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগপূর্তি উৎসব উদযাপন

ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগপূর্তি উৎসব উদযাপন

নিজস্ব প্রতিনিধি :

ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগপূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে শহরের রাজাঝির দিঘীর পাড়ে ইউনিটি প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা, প্রকাশনার মোড়ক উম্মোচন, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী সরকারী কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আইনুল কবির শামীম, সহ-সভাপতি ও স্টারলাইন গ্রæপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ন্যাশনাল ডেস্ক ইনচার্জ কাজী তানভীর আলাদিন, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি শুকদেব নাথ তপন, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের জেলা সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ. উপজেলা পর্যায়ের সাংবাদিকদের মধ্যে দাগনভূঞার এম এ তাহের পন্ডিত, ছাগলনাইয়ার মোহাম্মদ শেখ কামাল, পরশুরামের এম এ হাসান, সোনাগাজীর ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে প্রদানকৃত ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন।

শেষে রিভেল ব্যান্ড, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্র ও স্বপ্নীল সাংস্কৃতিক সংগঠনের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন ফেনীর সাংবাদিক ও আগত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তারা যত বেশি পেশাদার হবে ততবেশি স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ খবর আমাদের সামনে উঠে আসবে। তাই ফেনীর উন্নয়ন সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার গ্রহন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, ফেনী সাংবাদিকতার চারণ ভূমি। এ জেলা থেকে বিভিন্ন বরেণ্য সাংবাদিক জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সেভাবে গুনী সাংবাদিক তৈরী হচ্ছেনা। এটি অত্যন্ত হতাশাজনক বিষয়। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে ফেনী সব সূচকেই এগিয়ে যাচ্ছে। আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। ফেনীতে পেশাদার সাংবাদিকদের গুনগত মান বৃদ্ধিতে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!