সময় ডেস্ক :
দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও প্রধান প্রতিবেদক আরিফ আজমের বিরুদ্ধে আদালতে মানহানীর মামলা দায়ের করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের সভাপতি (বিএফইউজে) সভাপতি এম. আবদুল্লাহ। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র পক্ষ থেকে অবিলম্বে পেশাদার সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন ও আরিফ আজমকে হয়রানি এবং ফেনীর সময় পত্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।
এম আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে লিখেছেন, “বৃহত্তর নোয়াখালী অঞ্চলে প্রভাবশালী ও জনপ্রিয় সংবাদপত্র, ফেনী থেকে প্রকাশিত ‘দৈনিক ফেনীর সময়’ -এর সম্পাদক প্রিয় ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাংবাদিক আরিফ আজমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মামলা প্রত্যাহার ও হুমকি বন্ধ করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত একটি রিপোর্টের কারণে তাঁর বিরুদ্ধে মামলা এবং জনপ্রিয় পত্রিকাটি বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানা গেছে। আলোচিত রিপোর্টে ফেনী জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আনোয়ারুল করিম ফারুককে ‘ডামি প্রার্থী’ লেখায় আদালতে মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমানের আদালতে ১০ কোটি টাকার মানহানী হয়েছে বলে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলাটি করেন আওয়ামী নেতা। মামলায় পত্রিকাটির প্রধান প্রতিবেদক আরিফ আজমকেও বিবাদী করা হয়েছে। মামলার পাশাপাশি এক সভায় পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিও তোলা হয়েছে, যা খুবই উদ্বেগজনক।”