দৈনিক ফেনীর সময়

বিরিঞ্চিতে আগুনে পুড়িয়ে দুই শিশু হত্যা দায় স্বীকার করেছে গ্রেফতার আজিম-মায়া


শহর প্রতিনিধি :

ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে দুই শিশু মৃত্যুর ঘটনায় শনিবার সকালে প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার দুইজন হলেন- মামলার প্রধান আসামি ছাগলনাইয়া পশ্চিম মধুগ্রামের আবু আহম্মদের ছেলে আবদুল আজিম (৪৫) ও মধ্যম বিরিঞ্চি এলাকার জয়নালের স্ত্রী মায়া বেগম (৪০)। শনিবার দুপুর দেড়টার দিকে ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, মামলার ৪৮ ঘণ্টার মধ্যে র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া পূর্ব মধুগ্রাম এলাকা থেকে আজিমকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে মধ্যম বিরিঞ্চি এলাকা থেকে আরেক আসামি মায়াকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা অপর পলাতক আসামিদের পরস্পরের যোগসাজশে পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে দুই শিশুকে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করে।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতার দুইজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিহতদের বাবা সহিদুল ইসলাম রনি বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- মধ্যম বিরিঞ্চি এলাকার জয়নাল আবেদীনের ছেলে জনি (২২), মৃত বেগু ড্রাইভারের ছেলে আনোয়ার (৫২), ছাগলনাইয়ার পশ্চিম শিলুয়া এলাকার মৃত ইলিয়াছ ড্রাইভারের ছেলে বাদল (৪২), তার ভাই রমজান আলী (৩৮), মৃত মিন্টু ড্রাইভারের ছেলে দিদার (৩২), মৃত গফুর ড্রাইভারের ছেলে সাইফুল ইসলাম (৪২), মৃত শাহজাহান ড্রাইভারের ছেলে রকি (২৮), মৃত হেঞ্চু মিয়ার ছেলে মিয়া ড্রাইভার (৫২), মো. সবুজের ছেলে সজিব (২২), মৃত সোনামিয়ার ছেলে মো. মিয়া (৫২) এবং শাহ আলম মেম্বারের মেয়ে মোকছেদা আক্তার সুমি (৩০)।

গত ৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার রনি-পলি দম্পতির দুই ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১৩) এবং রাহাদুল ইসলাম গোলাপ (৬) বসতঘরে আগুনে পুড়ে মারা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!