ভ্রাম্যমাণ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার সকাল থেকে ভোট গ্রহণ চলছে। ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২নং নারী বুথে ৬ ঘন্টায় ভোট পড়েছে ৬টি। ঘন্টায় ১টি করে ভোট পড়ায় ভোটার বিহীন অলস সময় পার করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই নারী বুথে ৪৮৬টি ভোটার রয়েছেন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও প্রথম ৩ ঘন্টায় কোন ভোট পড়েনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুইজন নারী ভোটার আসেন। এরপর আরো ৪টি ভোট পড়ে। ওই কেন্দ্রে ৬ ঘন্টায় ২৪২জন নারী ও ,৩৯২জন পুরুষ ভোটসহ ৬৩৪জন প্রদান করেন। এই কেন্দ্রে ৩ হাজার ৩শ ৯৪জন ভোটার রয়েছেন।
জানতে চাইলে প্রিজাইডিং অফিসার ও সোনাগাজী সরকারি কলেজ বাংলা প্রভাষক মাহবুবুল আলম ফেনীর সময় কে বলেন, গ্রামের নারী ভোটাররা তাদের পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো এখনো আসতে পারেনি। তবে আশা করছি দুপুরের পরে নারী ভোটারের উপস্থিতি বাড়তে পারে।