দৈনিক ফেনীর সময়

বিসিক এ নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৫

বিসিক এ নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের বিসিক শিল্প নগরী এলাকায় আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরি সম্মুখস্ত স্থানে একটি বাড়িতে মুক্তিপণ আদায়ের জন্য মানুষকে আটকে রেখে নানাভাবে নির্যাতন করে একটি চক্র। চক্রের মূল হোতা যুবলীগ নেতা ইমতিয়াজ তোফায়েল সহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

র‌্যাব সূত্র জানায়, সম্প্রতি এক ব্যক্তিকে চৌদ্দগ্রাম যাওয়ার পথে বাস থেকে নামিয়ে আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন জিম সেন্টারে আটকে রাখে তোফায়েল ও তার সহযোগিরা। পরে তার স্ত্রীর কাছে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবী করা হয়। দাবীকৃত টাকা না পেলে মেরে ফেলার ভয়ভীতি ও হুমকি দেয়। একপর্যায়ে বিকাশের মাধ্যমে ৩ হাজার ও গত বৃহস্পতিবার ২৫ হাজার টাকা, এনআইডি কার্ড, এটিএম কার্ড দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। ঘটনাটি র‌্যাব জেনে শুক্রবার রাতে বিসিক এলাকা থেকে স্থানীয় যুবলীগ নামধারী শর্শদী ইউনিয়নের দেবীপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে ইমতিয়াজ উদ্দিন তোফায়েল (৩৪), আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫), আবদুল হালিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬), হারুন বাবুর্চির ছেলে জাহিদ হোসেন (১৫), দাগনভূঞার সিলোনীয়া এলাকার মো: কবিরের ছেলে রফিকুল ইসলাম আরিফ (২১) কে গ্রেফতার করে।

ফেনীস্থ র‌্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার ৫ জনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ মিয়া বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!