সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় যৌতুক মামলায় ওমর ফারুক ছুট্টু নামে এক ব্যক্তিকে ২০১১ সালের ২০ ডিসেম্বর এক বছরের সশ্রম কারাদন্ড দেয় আদালত। রায় ঘোষণার প্রায় এক যুগ হতে চললেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাজাপ্রাপ্ত ওই আসামী মাথিয়ারা এলাকার আলী আকবরের ছেলে।
আদালত সূত্র জানায়, ছুট্টুর সাথে জাহানারা বেগম লাকির বিয়ে হয় ২০১১ সালের ৮ জানুয়ারি। বিয়ের পর ছুট্টুর আরেকটি স্ত্রী আছে জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদ মামলা করে। এরপর বিভিন্ন সময় লাকীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবী করে ছুট্টু। দাবীকৃত যৌতুকের টাকা না পাওয়ায় মারধর সহ নানারকম নির্যাতনও করা হয়। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে লাকী দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যয়। এ ঘটনায় লাকী আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় তৎকালীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: ইয়াছির আরাফাত আসামী ছুট্টুকে ১ বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেই সাথে পলাতক ছুট্টুর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। কিন্তু রায় ঘোষণার ১১ বছরেও ছুট্টুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জাহানারা বেগম লাকী জানান, পুলিশ যৌতুক লোভী স্বামীকে গ্রেফতার না করতে পারায় আতঙ্কে রয়েছেন। ফেরারি থেকেও বিভিন্ন নাম্বার থেকে হুমকি-ধমকি অব্যাহত রেখেছেন। আসামী গ্রেফতার না হওয়া এবং হুমকি-ধমকির বিষয়টি গত ২৭ জুলাই ফেনী মডেল থানার ওসিকে লিখিতভাবে অবহিত করেছেন বলে তিনি জানান।
ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, দন্ডপ্রাপ্ত আসামী ছুট্টুকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।