পরশুরাম প্রতিনিধি :
ফেনী প্রেস ক্লাব ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এবং সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন স্মরণে পরশুরাম প্রেস ক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে প্রেস ক্লাবের সভাপতি শিবব্রত চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানার সঞ্চালনায় ক্লাব কক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম, পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল মান্নান, পরশুরাম বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল খালেক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রসুল মজুমদার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সাধারণ সম্পাদক মতিউর রহমান মজুমদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, পরশুরাম প্রেস ক্লাবের সহ-সভাপতি সবির আহমেদ ফোরকান, সহ-সভাপতি মহি উদ্দিন, দপ্তর সম্পাদক মো: ইব্রাহিম, চিথলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ফেয়ার আহমেদ, যুবলীগ নেতা কামরুল হাসান শাহ, ইসমাইল প্রমুখ। শেষে শাহজালাল রতনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।