দৈনিক ফেনীর সময়

মোহাম্মাদ কামরুল ইসলাম চৌধুরীর কথায় অটিজম শিশুদের জন্য গান

অনলাইন ডেস্ক :

অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, যেখানে শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগ, সামাজিক আচরণ, সামাজিক কল্পনা ইত্যাদি ক্ষেত্রে বেশ সমস্যা লক্ষ করা যায়। বিশেষজ্ঞরা একে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলেও থাকেন। সমাজে চারপাশে অনেক শিশুই আছে এ ধরনের সমস্যা নিয়ে বেড়ে উঠে।

বিশেষ এই শিশুদের চাই বাড়তি যত্ন ও তাদের প্রতি গুরুত্ব। সেই বিবেচনায় ইউনিসেফ বাংলাদেশ তৈরি করেছে একটি গানচিত্র।

এ আয়োজনে আরও যুক্ত আছে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর। এ গানের শিরোনাম ‘আমরা জাতির আশা/ আমরা শিশু’।

গানটি লিখেছেন মোহাম্মাদ কামরুল ইসলাম চৌধুরী, যুগ্মসচিব ও পরিচালক (অডিট ও আইন) বিআরটিএ। এর সংগীতায়োজন করেছেন মেহেদি হাসান তামজিদ।
ইউনিসেফ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে গানটি শোনা ও দেখা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!