অনলাইন ডেস্ক:
‘শোকের শব্দমালা উচ্চারিত হউক জয়ের প্রত্যয়ে’ শ্লোগানে “আবৃত্তিতে বঙ্গবন্ধু” স্মরনে এক অনুষ্ঠানের আয়োজন করে ফেনীর আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র। শুক্রবার (২৬ আগস্ট) বিকালে শহরের মিজান রোডে জেলা পরিষদের ড.সেলিম আল দীন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধন অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
সংগঠনের সভাপতি কবি মনজুর তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আলম, জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এসএমটি কামরান।
স্বাগত বক্তব্য রাখেন আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনীর কার্যকরী সভাপতি অ্যাডভোকেট মজুমদার শাহীন। আলোচনা করেন ফেনীর কালচারাল অফিসার এস এমটি কামরান হাসান, ফেনীর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও সংগীত শিল্পী শান্তি চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর এডহক কমিটির সদস্য হুমায়ুন মজুমদার।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তন্বী সোমের সঞ্চালনায় আবৃত্তি করেন অতিথি আবৃত্তি শিল্পী বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক নির্বাহী সদস্য অ্যাডভোকেট রাশেদ মাযাহার, ফেনী শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক পৃথ্বীরাজ চক্রবর্তী, শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক এম এফ রহমান মিলন, ফেনী শিশু একাডেমির সাবেক আবৃত্তি প্রশিক্ষক মন্দিরা বিশ্বাস, প্রভাষক শিরীন রহমান, কবি ইকবাল আলম, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, সংগঠনের আবৃত্তি শিল্পী তাহমিনা তোফা সীমা, ফাতেমা জান্নাত শশি, কাজী জামিল হোসেন চয়ন, ফারজানা আহমেদ অহনা, নুসরাত জাহান, তোয়াহা চৌধুরী তোয়া, আবদুস সালাম, নিশাত, মিশু।
আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সহ সভাপতি সংগীত শিল্পী শৈবাল দত্ত’র কন্ঠে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানের মাধ্যমে আবৃত্তিতে বঙ্গবন্ধু’ আয়োজনের পরিসমাপ্তি হয়।