অনলাইন ডেক্স :
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চরে আবদুল ওহাব মিয়াজী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র, রোগ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিং, গরীব অসহায়দের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এ উপলক্ষে শনিবার দক্ষিণ মরুয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন।
বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মিলন, বন্ধুর বন্ধন ফেনীর সভাপতি সেফায়ত উল্যাহ, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুস শুক্কুর মানিক।
ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য কামরুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মরহুম আবদুল ওহাব মিয়াজীর ছেলে সহিদুল ইসলাম, ফ্রি মেডিকেল ক্যাম্পের সদস্য সচিব আকবর হোসেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. আবু তাহের, গাইনি, প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. নাহিদা আক্তার, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আরমান বিন আবদুল্লাহ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ জুয়েল, প্যারালাইসিস, বাত-ব্যথা অভিজ্ঞ ডা. মাজহারুল ইসলাম রোগীদের সেবা প্রদান করেন।