দৈনিক ফেনীর সময়

ছাগলনাইয়ায় কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে ছিলো ছাত্রলীগ

ছাগলনাইয়ায় কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে ছিলো ছাত্রলীগ

অনলাইন ডেক্স :

ছাগলনাইয়ায় চলতি বোরো মৌসুমে এক কৃষকের ৮০শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি গালিব হোসেন রাফি, সাধারণ সম্পাদক সাদ্দাম মুনতাসির ফাহিদ ও মহামায়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মঈনুল করিম অনিক এর নেতৃত্বে ২৫/৩০জন নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২৫/৩০জন নেতাকর্মী রোববার সকালে বাঁশপাড়া গ্রামের কৃষক চিত্তরঞ্জন সূত্রধর (৭৫) এর ক্ষেতের ধান কাটতে নামেন। তারা ওই কৃষকের ৮০শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি মোরশেদ আলম জানান, এই কর্মসূচি পুরো বোরো মৌসুম চলবে। উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের কৃষকরা খবর দিলেই ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারা কৃষকদের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগের আহবানে এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!