গণপ্রজাডন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৩ এবং ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন,গ্রাফিক ডিজাইন সরকারী সার্টিফিকেশন কোর্সে ২০২৩ সেশনে ভর্তি ও রেজিস্ট্রেশন চলছে।
আসন সংখ্যা প্রতি বিষয়ে ৫০টি মাত্র।
আগে আসলে আগে পাবেন ভাত্তিতে রেজিঃ চলছে.
সময় সাথে যা যা নিয়ে আসবেনঃ
JSC/JDC অথবা SSC/DHAKIL এর যে কোন ১টি সার্টিফিকেটের ফটো কপি
পাসপোর্ট সাইজ ১কপি ফটো
টুইনসফ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত(কোডঃ ৬৯০৭৪)।
টুইনসফ্ট ট্রনিং ২০০৯ সাল থেকে সুনামের সাথে ফেনী তে আই’টি কম্পিউটার, ফ্রিল্যান্সিং,ইংলিশ স্পোকেন কোর্স প্রদান করে আসছে।
আপনি যে প্রতিষ্টানে প্রশিক্ষন নিচ্ছেন সেই প্রতিষ্ঠানের প্রশিক্ষন দেয়ার বা পাঠদানের সরকারী অনুমোদন রয়েছেতো?অনুমোদনহীন প্রতিষ্ঠানে ট্রেনিং নিয়ে সময় ও অর্থ নষ্ট না করে বেছে নিন সরকার অনুমোদিত ও কোয়ালিটি প্রতিষ্ঠান।
আপনার কম্পিউটার কোর্স এর সার্টিফিকেটটি বোর্ডের সরকারী সনদ কিনা,আপনি যে প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিচ্ছেন তা সরকার অনুমোদিত কিনা তা যাচাই করুন কারিগরি শিক্ষাবোর্ডের এই ওয়েব সাইটে গিয়ে- www.bteb.gov.bd
যারা দক্ষ প্রশিক্ষকের সঠিক প্রশিক্ষন নিয়ে ঘরেবসে নিশ্চিত ইনকাম করতে প্রপার গাইডলাইন ও সরকার অনুমোদিত কোয়ালিটি প্রতিষ্ঠান খুজছেন,পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে সরকারী সার্টিফিকেট অর্জন করতে চান তাদের জন্য টুইনসফ্ট হতে পারে বেস্ট চয়েজ।
আমাদের সফল শিক্ষার্থীদের অনলাইনে আয়ের গল্প শুনুন https://cutt.ly/uR7nMgW
কেন টুইনসফ্ট কে বেছে নিবেনঃ
কোর্স শেষ শেষে কারিগরি(BTEB)শিক্ষাবোর্ডের অধীনে সরকারী সার্টিফিকেট গ্রহনের সুযোগ।
২০০৯ সাল থেকে ট্রেনিং প্রদানের অভিজ্ঞতা।
অভিজ্ঞ ফ্রিল্যান্সার ও মেন্টর দ্বারা ক্লাস প্রদান।
শীততাপ নিয়ন্ত্রিত ও স্মার্ট কম্পিউটার ল্যাব।
ক্লাস ভিডিও রেকর্ড প্রদান,লাইফটাইম সাপোর্ট।
প্রশিক্ষন অবস্থায় অনলাইনে আয়ের সুযোগ।
আমাদের ফ্রিল্যান্সিং টিমে কাজ করার সুযোগ।
অফলাইন বা অনলাইনে লাইভ ক্লাসের সুযোগ |
ঠিকানাঃ ইসহাক প্লাজা,জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ডাক্তার পাড়া মোড়,ভাইটাল রিসার্চ-৩ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী বিস্তারিতঃ01856484954 বা 0181771 1619