দৈনিক ফেনীর সময়

ফেনী থেকে ঢাকায় গিয়ে বিএনপির অর্ধশত নেতাকর্মী গ্রেফতার

ফেনী থেকে ঢাকায় গিয়ে বিএনপির অর্ধশত নেতাকর্মী গ্রেফতার

শহর প্রতিনিধি :

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশে যোগ দিতে আসা ফেনী জেলা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক জানান, বুধবার মধ্য রাতে নয়াপল্টনের হোটেল মিডওয়েতে অভিযান চালায় পুলিশ। এসময় ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম, যুগ্ম-সম্পাদক দাউদুল ইসলাম মিনার, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, জাতীয়তাবাদী হেল্পসেলের প্রধান সমন্বয়ক সুমন আহসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেজবাহ উদ্দিন মিয়াজী, ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন সদস্য সচিব কাজী কামরুল হাসান, যুগ্ম-আহবায়ক নুর নবী, ফেনী পৌর ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শওকত আলী শাকিল, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম সহ জেলার বিভিণœ এলাকার অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, এ সমাবেশে যোগ দিতে ফেনী থেকে বিএনপির অন্তত ৫ হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় রয়েছেন। পথে পথে প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা হয়রানী করতে পারে এমন আশংকা থেকে আগেভাগেই নেতাকর্মীরা ঢাকায় পৌছেন।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, ফেনীর বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের খবর পরস্পর শুনেছি। আদালতে তোলার পর আইনী প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে জানতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!