দৈনিক ফেনীর সময়

শিক্ষার্থী মূল্যায়ন সফটওয়ারে, প্রশিক্ষণ পাবে ৮ লাখ শিক্ষক

শিক্ষার্থী মূল্যায়ন সফটওয়ারে, প্রশিক্ষণ পাবে ৮ লাখ শিক্ষক

অনলাইন ডেস্কঃ

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সফটওয়ারের মাধ্যমে। যা আগামী বছর থেকে ধাপে ধাপে চালু হবে। ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের ৮ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার ঢাকায় নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

বর্তমান শিক্ষাক্রমের বেশিরভাগই বাস্তবায়ণ সম্ভব হয়নি। কারণ শিক্ষকদের অধিকাংশেরই শিক্ষাক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, বলছেন শিক্ষা গবেষকরা।

এ অবস্থায় আগামী বছর প্রথম, ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত ধাপে ধাপে চালু হবে নতুন কারিকুলাম। তবে, তার আগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৮ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, নতুন শিক্ষাক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেয়া হবে বেশি। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে শ্রেণিভিত্তিক। আর মূল্যায়ন হবে সফটওয়ারের মাধ্যমে। গত মার্চ মাস থেকে ৬২টি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের পাইলটিং চলছে।কিন্তু প্রাথমিক পর্যায়ের পাইলটিং এখনও শুরু করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!