অনলাইন ডেস্ক:
দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের দরাপপুর গ্রামের দুলাগাজী ভ‚ঞা বাড়ির সাঈদুল হক ড্রাইভারের বসতঘর গতকাল সকালে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গৃহকর্তা সাইদুল হক জানান, সকালে দেখি হঠাৎ আগুন ধরে যায়। ছেলেদের পাঠানো ঘরের জন্য বিছানার নিচে রাখা নগদ ১০ লাখ টাকা এবং প্রায় ৬ লাখ টাকার মত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এমন অবস্থা হয়ে গেছে কোথায় থাকবো তাও জানিনা।
স্থানীয়রা জানান, খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার ও শীত নিবারণের জন্য উপকরণ প্রদান করা হয়।