দৈনিক ফেনীর সময়

ফেনীতে বাখরাবাদ ম্যানেজারের বুকে পিস্তল ঠেকিয়ে প্রাণে মারার হুমকি

ফেনীতে বাখরাবাদ ম্যানেজারের বুকে পিস্তল ঠেকিয়ে প্রাণে মারার হুমকি

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের বিসিক শিল্প নগরী এলাকার একটি কারখানায় অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ম্যানেজারের বুকে গুলি ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুঁড়ে প্রাণে মারার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

বাখরাবাদ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার দুপুরে বাখরাবাদের ফেনী এরিয়া অফিসের ম্যানেজার প্রকৌশলী বাপ্পী শাহরিয়ারের নেতৃত্বে একটি টিম বিসিক শিল্প এলাকার ‘ফেনী গøাস’ নামে বোতল কারখানায় অভিযান চালায়। কাগজপত্রে অনুমোদন নেই জানিয়ে গ্যাসের মিটার খুলে নেয় তারা। এতে কারখানায় কর্মরতরা বাধা দিলে বাকবিতন্ডা শুরু হয়। বিষয়টি জেনে কারখানার মালিক সিআইপি মফিজুর রহমান বাবুল ঘটনাস্থলে ছুটে গিয়ে ব্যক্তিগত শর্টগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে প্রকৌশলী বাপ্পী শাহরিয়ারের বুকে পিস্তল ঠেখিয়ে প্রাণে মারার হুমকি দেন বাবুল।

বাখরাবাদের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার জানান, একটি অভিযানে বাখরাবাদের কর্মকর্তাদের কলার চেপে ধরা সহ নানাভাবে হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় বাখরাবাদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বক্তব্য জানতে মফিজুর রহমান বাবুলের নাম্বারে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় তিনি কোন লিখিত অভিযোগ পাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!