দৈনিক ফেনীর সময়

নাসির খন্দকারের প্রশ্ন : মহিপালে হত্যাকারী অনেকে আসামী হয়নি কেন

নাসির খন্দকারের প্রশ্ন : মহিপালে হত্যাকারী অনেকে আসামী হয়নি কেন

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার বলেন, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মহিপালে আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অনেকেই এখনো মামলার আসামি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আসামি করতে হবে। যারা আসামী হয়েছে তারা গ্রেফতার হচ্ছে না কেন? বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় নিরীহ বিএনপি যুবদল নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সেই অত্যাচার নির্যাতনের কথা আমরা ভুলে যাইনি। যুবদলের নিরীহ নেতাকর্মীদের বাড়ি-ঘরে গিয়ে তাদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করে শেষ হয়নি। যুবদল নেতাকর্মীদের নেতাকর্মীদের পরিবারের উপরও অত্যাচার নির্যাতন করা হয়েছে। তবে আমরা সেই সন্ত্রাসী কার্যক্রম করতে চাই। আমরা আদর্শ বিশ্বাস করি। শান্তিপূর্ণ রাজনীতি করতে যুবদল অভ্যস্ত। আমাদের সরলতাকে কেউ দুর্বলতা ভাববেন না।

মঙ্গলবার বিকালে শহরের রৌশন পার্টি সেন্টারে পৌরসভার ৫, ৬ ও ৭নং ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তিনি।

নাছির খন্দকার আরো বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বন্যায় যুবদল সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কাজ করেছে। আমরা বন্যাদুর্গত মানুষের বাসা-বাড়িতে গিয়ে চাহিদা অনুযায়ী খাবার পৌঁছে দিয়েছি। যুবদলের নেতাকর্মীরা সশরীরে উপস্থিত হয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে। যুবদল কর্মীরা শান্তিপূর্ণ রাজনীতি চর্চা করতে হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দল। পাড়া-মহল্লায় যুবদল নেতাকর্মীরা সর্বোচ্চ শৃঙ্খলার পরিচয় দিতে হবে। অন্যাথায় দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে দল থেকে বাহিরে চলে যেতে হবে। আমরা চাই না আমাদের সাথে যারা আন্দোলন-সংগ্রামে ছিল তাদের কেউ আমাদের কাছ থেকে দুরে সরে যাক। তাই সবাই দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। নিজের জন্য নয় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। যারা বিগত সাড়ে ১৫ বছর আন্দোলন সংগ্রামে সক্রীয় ভূমিকা পালন করেছে তারা মূল্যায়িত হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!