দৈনিক ফেনীর সময়

ফেনীতে উপজেলা ভোটের ফল পেলেন বিজয়ীরা

ফেনীতে উপজেলা ভোটের ফল পেলেন বিজয়ীরা

নিজস্ব প্রতিনিধি :

সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে শুসেন চন্দ্র শীল, দিদারুল কবির রতন ও জহির উদ্দিন মাহমুদ লিপটন ভোটের ফল বুঝে পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের মিজান রোড়ের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল তুলে দেন। এসময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, দাগনভূঞা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তারা শহরের মাষ্টারপাড়ায় লমি হাজারী বাাড়ি প্রাঙ্গণে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সাথে সাক্ষাত করে ফলাফল তুলে দেন।

সদরে চেয়ারম্যান পদে শুসেন চন্দ্র শীল দোয়াত কলম প্রতীকে ২ লাখ ১৩ হাজার ৮৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধী মনজুর আলম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩০৯ ভোট। ভাইস চেয়ারম্যান প্রার্থী এ.কে শহীদ উল্যাহ খোন্দকার টিউবওয়েল প্রতীকে ২ লাখ ৩ হাজার ৮০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধী গোলাম কিবরিয়া উড়োজাহাজ প্রতীকে ১৪ হাজার ৮৯৫ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার কলস প্রতীকে ২লাখ ২ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধী আঞ্জুমান আক্তার প্রজাপতি প্রতীকে ১৬ হাজার ৩৪৫ ভোট পান।

দাগনভূঞায় দিদারুল কবির রতন দোয়াত কলম প্রতীকে ১ লাখ ১৭ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রার্থী বিজন ভৌমিক চিংড়ী মাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন হায়দার টিউবওয়েল প্রতীক নিয়ে ১ লাখ ৮ হাজার ৮২০ ভোট পেয়েচেন। প্রতিদ্বন্ধী মোহাম্মদ ইউসুফ আলী উড়োজাহাজ প্রতীকে ভোট পান ৯ হাজার ১৫৪। এখানে মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার রাবু বিনাপ্রত্দ্বিন্ধিতায় নির্বাচিত হন।

সোনাগাজীতে দোয়াত কলম প্রতীকে জহির উদ্দিন মাহমুদ লিপটন ৮৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো.মজিবুল হক লাঙ্গল প্রতীকে ৭২ ভোট, নুর আলম মিষ্টার ঘোড়া প্রতীকে ৩৫৬ ভোট ও মহিউদ্দিন আনারস প্রতীকে ৪২০ ভোট পান। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু টিউবওয়েল প্রতীকে ৮৩ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আইয়ুব আলী হায়দার উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২০০ ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!