নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের মহিপালে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার খুনীদের ধরিয়ে দিতে ছবি সংবলিত ফেস্টুন সাঁটানো হয়েছে। মঙ্গলবার ফেনী সরকারি কলেজের দেয়ালে ১৬ জনের ছবি লাগিয়ে ধরিয়ে দিতে আহবান জানান সাধারণ শিক্ষার্থীরা।
ফেস্টুনটিতে দেখা যায়, ৪টি সারিতে ১৬ জনকে ছাত্র-জনতার খুনি আখ্যা দিয়ে ছবি দেয়া হয়েছে। এদের মধ্যে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর ছবি প্রথমে রয়েছে। অন্যদের মধ্যে সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউদ্দিন বাবলু, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি করিম উল্যাহ বি.কম, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা যুবলীগ সহ-সভাপতি জানে আলম, ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কহিনুর আলম রানা, ফেনী কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব, ফাজিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবুল হক রিপন, দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন ও মোটবী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ছবি রয়েছে।