দৈনিক ফেনীর সময়

বন্যায় ফেনীর দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় ফেনীর দুই উপজেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিনিধি :

আকস্মিক বন্যা।পরিস্থিতির কারণে ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় আজ মঙ্গলবার চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আফরোজা হাবিব শাপলা জানান, উজানের পানির ঢলে উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিন শালধর ও বক্সমাহমুদ ইউনিয়নের বাঘমারা এলাকায় দুটি বেড়িবাঁধ ভেঙ্গে যায়। ফলে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে রয়েছে।

শাপলা আরো জানান, আজকের পরীক্ষাটি সসময়সূচী অনুযায়ী শেষপর্যায়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার থেকে যথারীতি পরীক্ষা গ্রহন চলবে।

তানিয়া ভূইয়া জানান, আকস্মিক বন্যায় উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুরে তিনটি, নিলক্ষী ও একরামনগরে দুটি বেড়িবাঁধ ভেঙ্গে ৫ গ্রাম পানিবন্ধী রয়েছে। উদ্বুতপরিস্থিতিতে ফুলগাজী সরকারি কলেজ, ফুলগাজী মহিলা কলেজ, হাজী মনির আহমদ কলেজ, মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা এক হাজার একজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!