নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘ প্রতীক্ষার পর ফেনী জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনে ইসমাইল হোসেন সিরাজী ১২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট বোরহান উদ্দিন চৌধুরী ৩০ ভোট পেয়েছেন। ৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবুল হাসেম রতন। অপর দুই সাধারণ সম্পাদক প্রার্থী জাকারিয়া মোল্লা ৫৩ ভোট ও নিজাম উদ্দিন ৪৮ ভোট পেয়েছেন।
শনিবার সকাল ১০-৫টা পর্যন্ত শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন আয়কর কার্যালয়ের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৭৭ ভোটারের মধ্যে ১৬০ জন তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ পদে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া ভূঁইয়া প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। কমিশনের অপর দুই সদস্য হলেন আয়কর আইনজীবী জেসমিন আক্তার ও তারেকুল ইসলাম।
এছাড়া সহ-সভাপতি পদে মো: ইউনুছ ১০৮ ভোট, প্রতিদ্বন্ধী এডভোকেট মো: আনিসুল হক ৫০ ভোট, সহ-সাধারণ সম্পাদক এম আশ্রাফ হোসাইন ছাদেক ৫২ ভোট, তার প্রতিদ্বন্ধী আবদুল ওহাব দুলাল মিয়াজী ৪৩ ভোট, সাইফুল ইসলাম ৩৮ ভোট, সাহাদাত হোসেন ২৫ ভোট, কোষাধ্যক্ষ আরিফুল হাসান রবিন ৯৯ ভোট, ভূবনাদিত্য মজুমদার ৫৯ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মেজবাহ উদ্দিন হায়দার ১০৮ ভোট, নুর নবী ৯৫ ভোট, এডভোকেট মো: শারীদ ১৪০, এডভোকেট মো: খালেকুজ্জামান পাটোয়ারী ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।